Logo
Logo
×

সারাদেশ

দুর্নীতির অভিযোগে কালকিনিতে ভূমি কর্মকর্তাকে গ্রেফতার

Icon

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০২:৩৫ পিএম

দুর্নীতির অভিযোগে কালকিনিতে ভূমি কর্মকর্তাকে গ্রেফতার

ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদ। ছবি: যুগান্তর

জমির শ্রেণি পরিবর্তন করে সরকারি সম্পত্তি বেহাত করে অবৈধ লেনদেনের অভিযোগে মাদারীপুরের কালকিনিতে আবুল কালাম আজাদ নামে এক ভূমি কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আবুল কালাম আজাদ উপজেলার এনায়েতনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার সন্ধ্যায় তাকে মাদারীপুর জেলহাজতে পাঠিয়েছে দুদক।

দুদকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৌরভ দাস জানান, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত উপজেলার কয়ারিয়া ইউনিয়নে ভূমি সহকারী কর্মকর্তার দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ। তখন কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাটের একটি সরকারি পুকুরের শ্রেণি পরিবর্তন করে ব্যক্তিমালিকানায় বরাদ্দ দেন। পরে সেখানে কয়েকটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দেন। 

এতে ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবৈধ অর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এই অভিযোগে ওই এলাকার কয়েকজন মিলে দুদকের ফরিদুপর আঞ্চলিক অফিসে অভিযোগ করেন। পরে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্দে মামলা হয়েছে।

এ ব্যাপারে দুদকের ফরিদপুর আঞ্চলিক অফিসের উপপরিচালক একে আজাদ জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষে আবুল কালাম আজাদকে সরকারি সম্পদ বিনষ্ট করার কারণে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে, তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম