
প্রিন্ট: ৩০ এপ্রিল ২০২৫, ০৪:০৬ এএম
কালকিনি মসজিদে বয়ান করলেন হযরত মুহাম্মদ (সা.)-এর বংশধর

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ১১:৪৬ পিএম

আরও পড়ুন
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার হাফিজিয়া মাদ্রাসার জামে মসজিদে বয়ান করেছেন সৌদি আরবের পবিত্র মক্কা থেকে আগত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ৪২তম বংশধর আওলাদে রাসূল হযরত মুহাম্মদ নাসির বিল্লা আল মাক্কি।
রোববার বাদজোহর মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ইসলাম ধর্মের প্রতি আমাদের সবার শ্রদ্ধাবোধ থাকতে হবে। আর তা না হলে মানুষ ধীরে ধীরে খারাপ কাজে লিপ্ত হতে থাকবে। আর তাতে করে সমাজ ধ্বংস হয়ে যাবে।
আওলাদে এ রাসূল বলেন, প্রত্যেক মানুষের খারাপ কাজ পরিহার করে চলতে হবে। তাহলে সব সমাজে সুখ-শান্তি বিরাজ করবে। আমাদের সবাইকে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর রেখে যাওয়া কথাগুলো অনুধাবন করতে হবে। মূলত ধর্ম অনুসরণ করে চললে মানুষ কখনও খারাপ কাজ করতে পারেন না।
তিনি এ সময় আরও অনেক গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। এবং তিনি নামাজ শেষে মোনাজাত দিয়ে বাংলাদেশের মানুষের জন্য দোয়া কামনা করেন।
বয়ান শেষে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মাধ্যমে বাগেরহাটের উদ্দেশে যান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা গোলাম রহমানসহ অনেকে।