Logo
Logo
×

সারাদেশ

পূবাইলে প্রতিবেশীর বকুনি খেয়ে কিশোরের আত্মহত্যা

Icon

পূবাইল প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০৬:৫৭ পিএম

পূবাইলে প্রতিবেশীর বকুনি খেয়ে কিশোরের আত্মহত্যা

কিশোরের আত্মহত্যায় মায়ের আহাজারি

প্রতিবেশীর বকুনিতে অপমান সইতে না পেরে গাজীপুরের পূবাইলে আল আমিন (১৪) নামের এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে পূবাইল মেট্রো থানার হায়দবাদের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কলাকুপা বান্দুরা এলাকার আবুল কাশেমের ছেলে। নিহত কিশোর আল আমিন তার বাবা মায়ের সঙ্গে ওই এলাকার আল ইসলাম মুক্তারের বাড়িতে ভাড়া থাকত।

সে ঢাকা বাইপাস রোডের মইরালে একটি মোটর ওয়ার্কশপে কাজ করতো। পরিবারে দুই ভাই বোনের মধ্যে সে ছিল ছোট।

নিহতের মা জানান, সকাল ১০টার দিকে বন্ধুদের নিয়ে খেলা করার সময় অকথ্য গালিগালাজসহ ধাওয়া করেন পাশের বাড়ির স্থানীয় মহুর আলী। সে অপমান সহ্য করতে না পেরে টিভি দেখার কথা বলে মায়ের কাছ থেকে নিজ বাসার চাবি নিয়ে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার পরপরই মহুর আলী এলাকা ছেড়ে  চলে যায়।

পূবাইল থানার এসআই সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম