সোনামসজিদ বন্দরে পাথর আমদানি বন্ধ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০১:৫০ এএম
সোনামসজিদ বন্দর। ছবি: যুগান্তর
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে আজ রোববার থেকে আমদানি-রফতানি বন্ধ করা হয়েছে।
সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড থেকে অযাচিত ট্যারিফ সংযোজনের মৌখিক নির্দেশনায় এবং ভারতীয় প্রান্তে অতিরিক্ত খরচ, ডাম্পিং, পাথরের গুণগতমান, ধুলাবালি মিশ্রিত পাথর, একাধিক সাইজের মিশ্রিত পাথরসহ নানা অসুবিধায় এ পাথর আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
সোনামসজিদ স্থলবন্দর ব্যবহারকারী আমদানিকারকরা পুঁজি হারিয়ে আজ দিশেহারা হয়ে পড়েছে। যার কারণে পাথর আমদানিকারকরা তাদের নিজ নিজ আমদানি থেকে বিরত থাকবেন বলে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান বাবু জানান।
তিনি আরও জানান, শনিবার আমদানি-রফতানিকারক গ্রুপের কার্যালয়ে এক আলোচনার পর এ সিদ্ধান্ত গ্রহণ করেন পাথর আমদানিকারকরা।
অন্যদিকে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জেনারেল ম্যানেজার বেলাল হোসেন জানান, অযাচিত ট্যারিফ সংযোজন পানামার কোনো বিষয় নয়, এটি বাংলাদেশ স্থলবন্দল কর্তৃপক্ষের সিদ্ধান্ত।
অপরদিকে সোনামসজিদ স্থলবন্দরে বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানিকারকরা সরকারকে ট্যারিফ দেননি। অথচ দেশের অন্য বন্দর দিয়ে পাথর আমদানিকারকরা সরকারকে ট্যারিফ দিয়ে আসছে।