Logo
Logo
×

সারাদেশ

আশুগঞ্জে বিএডিসির সেচ প্রকল্পের পুকুর ভরাটের প্রতিবাদে বিক্ষোভ

Icon

আশুগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০৪:২৬ এএম

আশুগঞ্জে বিএডিসির সেচ প্রকল্পের পুকুর ভরাটের প্রতিবাদে বিক্ষোভ

আশুগঞ্জে বিএডিসির সেচ প্রকল্পের রিজার্ভার পুকুর ভরাটের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার বেলা ১১টায় আশুগঞ্জ গোলচত্বর এলাকায় আশুগঞ্জ এগ্রো-ইরিগশেন প্রকল্পের সেচ পানি রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় ওই মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা এবং কৃষক আবুল হাশেমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুর, কৃষক মো. তারেক, মো. শামীম আহমেদ, রাহিম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গত ৪০ বছর ধরে বিএডিসি পুকুরটি সেচের রিজার্ভার হিসেবে ব্যবহার করে আসছে।

এই পুকরের পানি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩০ হাজার কৃষক তাদের জমিতে পানি সরবরাহ করে ধান উৎপাদনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে।

হঠাৎ কোন প্রকার আলোচনা ছাড়া এবং বিকল্প কোন ব্যবস্থা না করে কারস্বার্থে পুকুর ভরাট করার সিদ্ধান্ত নিল আশুগঞ্জ বিদ্যুৎ অফিস?

আমরা তার প্রকৃত কারণ জানতে চাই এবং  আগামী ১০ দিনের মধ্যে বিএডিসির রিজার্ভার পুকুরের ভরাটকৃত মাটি না সরালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের মাধ্যমে কৃষকদের দাবি আদায় করা হবে।

এজন্য কোন অঘটন ঘটলে তার জন্য দায়ী থাকবে আশুগঞ্জ বিদ্যুৎ অফিস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম