
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ এএম
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোনাগাজীতে ২৩০ শিশুর খৎনা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ০৯:৫০ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোনাগাজীতে ২৩০ শিশুর খৎনা
আরও পড়ুন
ফেনীর সোনাগাজীতে হযরত মুহাম্মদ সা. এর জন্ম ও ওফাৎ দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে ২৩০ শিশুর সুন্নতে খৎনা করা হয়েছে।
সোনাগাজী পৌরসভার ৭নং ওয়ার্ডের মৌলভী পাড়ার ইসলামি সোসাইটির উদ্যোগে রোববার সকাল থেকে দিনব্যাপী ২৩০ জন শিশুর সুন্নতে খৎনা করানো হয়।
উম্মুল ক্বোরা মাদ্রাসা মাঠে সুবেদার মেজর অব. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা আমির হোসেন আমুর সঞ্চালনায় সকালে সুন্নতে খৎনার উদ্বোধন করেন ফেনী-৩ আসনের এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ, মুফতি মাও. নিজাম উদ্দিন, মাও.আশরাফুল ইসলাম, মাও. নূরুল করিম, মাও. শহীদ উল্যাহ ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জাহান।
শিশুদেরকে খৎনা করানোর পাশাপাশি বিনামূল্যে ওষুধ, একটি টুপি ও গামছা প্রদান করা হয়। ১০ জন চিকিৎসকের একটি মেডিক্যাল দল শিশুদেরকে খৎনা করান।
এ সময় দোয়া পরিচালনা করেন ওলামা বাজার দারুল উলুম আল হোসাইনিয়া মাদ্রাসার মোহাদ্দেস মাও. মো. মোস্তফা মুছাপুরি।