
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৪:৫৪ পিএম
বরিশাল স্টেডিয়ামে উন্নত ড্রেনেজ ব্যবস্থা দরকার: আশরাফুল

বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ১০:৫৩ পিএম

মোহাম্মদ আশরাফুল
আরও পড়ুন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচের জন্য উপযোগী। এটা ইন্টারন্যাশনাল মানের অসাধারণ স্টেডিয়াম আমি বলবো। তবে এখানকার ড্রেনেজ ব্যবস্থা যদি করে ফেলা হয় তাহলে আরও সুন্দর হবে। এখানে উন্নত ড্রেনেজ ব্যবস্থা দরকার।
শুক্রবার বরিশাল নগরীর হোটেল গ্রান্ড পার্কে এক আলাপচারিতায় যুগান্তরকে এসব বলেন এই ক্রিকেটার।
তিনি বলেন, এখানে ভালো হোটেল রয়েছে, ফ্লাইটের ব্যবস্থা হয়েছে। আমি মনে করি এখানে সহজভাবে আন্তর্জাতিক ম্যাচ দিতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল