Logo
Logo
×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ ভারতীয় দম্পতি গ্রেফতার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০১:৪১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ ভারতীয় দম্পতি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার ময়ামরী সীমান্ত পথে আগ্নেয়াস্ত্র চোরাচালানের অভিযোগে ভারতীয় নাগরিক দম্পত্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। 

এ সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন।

গ্রেফতারকৃতরা হলেন- ভারত পশ্চিমবঙ্গের মালদা জেলার হরিপুর থানার ধুমবালু গ্রামের রাম পরিজাক চৌধুরী (৫৩) ও তার স্ত্রী কলাবতী চৌধুরী (৪৫)।

বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাবের কমান্ডার এএসপি আজমল হোসেন এক সংবাদ জিজ্ঞপ্তিতে জানান, র‍্যাবের অপারেশন দল প্রত্যন্ত সীমান্ত অঞ্চল ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ময়ামারী সীমান্তে অভিযান পরিচালনা করে বুধবার বিকাল ৪টায়।

এ সময় সন্দহজনক গতিবিধি লক্ষ্য করে এক দম্পতিকে আটক করা হয়। এ সময় অস্ত্র চোরাচালানের কথা স্বীকার করলে গ্রেফতার করা হয় পরিজাক ও তার স্ত্রী কলাবতিকে। তার কাছে থেকে উদ্ধার করা হয় পিস্তল, গুলি ও ম্যাগজিন।

এ বিষয়ে অবৈধ অনুপ্রবেশ ও আগ্নেয়াস্ত্র পাচার রোধ আইনে তাদের বিরুদ্ধে ভোলাহাট থানায় দুটি মামলা করেছে র‍্যাব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম