কুমিল্লার মেঘনা উপজেলায় নিজেদের মৎস্য খামার রক্ষায় মানববন্ধন করেছে ভাওরখোলা ইউনিয়নের কুষকরা।
উপজেলা রোডের ভাওরখোলা ৪৫ ফুট ব্রীজ এলাকায় মঙ্গলবার বেলা ১১ টার দিকে শত শত কৃষক ও তাদের পরিবারের লোকজন মানবন্ধনে অংশগ্রহন করেন।
মানবন্ধনে স্থানীয় কৃষক মিজানুর রহমান, আব্দুস সামাদনূরজাহান, ফাতেমা বেগমসহ আরও অনেকে বলেন, বিসমিল্লাহ মেঘনা মৎসখামারে প্রায় ৩শ বিঘা কৃষি জমি রয়েছে যা আমাদের নিজেদের জমি ।
ওই মৎস্যখামারের কারণে আমারা আর্থিক ভাবে লাভবান হই। এই একফসলী জমিতে ফসল আবাদ করে থাকি এবং ৯ মাস এমনিতেই পরে থাকে।
মৎস্যখামারে আমরা সমবায় ভিত্তিক মৎস্য চাষ করে থাকি যার নেতৃত্ব দেন ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আব্বাসী।
স্থানীয় লিটন আব্বাসীর নেতৃত্বে একটি কুচক্রী মহল ফারুক আব্বাসীর নামে নানা কুৎসা রটিয়ে জোরপূর্বক আমাদের জমিতে মৎস্য চাষ করার অপপ্রচার চালিয়ে খামারটি বন্ধ করার পায়তারা করছে। চক্রান্তকারীদের শাস্তির দাবিতে পরে বিক্ষোভ মিছিল করেন কৃষকরা।