Logo
Logo
×

সারাদেশ

হৈহুল্লোর করায় কেরানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যা

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০৯:১১ পিএম

হৈহুল্লোর করায় কেরানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে হৈহুল্লোর করায় শুভ হাসান (৭) নামে মাদ্রাসার এক ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ আবদুল মুক্তাদিরের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার রাতে মাদ্রাসার শিক্ষক আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত শুভ দোলেশ্বর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।

জানা গেছে, শুক্রবার বিকালে শিক্ষক আবদুল মুক্তাদিরের কক্ষের পাশে হৈহুল্লোর করছিল শুভ হাসান, তার ভাই শান্ত হোসেন (৬), মো. জাকির (১০) ও রহমান (৮) নামে চার ছাত্র। এ সময় ওই শিক্ষক ক্ষুব্ধ হয়ে ৪ ছাত্রকে কক্ষের ভেতর ডেকে নিয়ে স্টিলের পাইপ দিয়ে মারধর করে। এতে শুভ হাসান গুরুতর আহত হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ শুভকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। কিন্তু শুভর অবস্থার অবনতি হলে শনিবার তার খালা ও সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকালে শুভ মারা যায়।

খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই  ইমরান উকিল জানান, শনিবার রাতে নিহতের খালা ঝুমুর বেগম বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে রাতেই মাদ্রাসায় অভিযান চালিয়ে মুক্তাদিরকে গ্রেফতার এবং যে স্টিলের পাইপ দিয়ে ছাত্রদের মারধর করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে।

এসআই  আরও জানান, শুভকে পেটানোর কথা স্বীকার করে রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শিক্ষক মুক্তাদির।

নিহতের খালা ঝুমর বেগম বলেন, শুভ হাসান ও শান্ত হোসেনের বাবা আরেকটি বিয়ে করে ওদের ছেড়ে চলে গেছে। পরে ওদের মা ওদের দু'জনকে আমার কাছে রেখে জীবিকার সন্ধানে সৌদি চলে যায়। এ অবস্থার দুই ভাগ্নেকে লেখাপড়ার জন্য ওই মাদ্রাসায় ভর্তি করে দেই। শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় গিয়ে শিক্ষকের মারধরে মারা গেল শুভ। আমি এ ঘটনায় ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম