Logo
Logo
×

সারাদেশ

যে কারণে ৫৮ পরীক্ষার্থী জেএসসি দিল রাতে

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০১:০৩ এএম

যে কারণে ৫৮ পরীক্ষার্থী জেএসসি দিল রাতে

মাদারীপুরে রাতে ৫৮ পরীক্ষার্থী জেএসসি পরীক্ষা দিচ্ছে। ছবি: যুগান্তর

গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিস্টানধর্মের সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ অব বাংলাদেশ (কেএমএমএস) কেলগমুখার্জি সেমিনারি মিশনের ৫৮ পরীক্ষার্থী শনিবার রাতে জেএসসির বাংলা প্রথম পরীক্ষা দিল। এর মধ্যে ২৩ ছাত্র ও ৩৫ ছাত্রী রয়েছে। 

জলিরপাড় কেলগমুখার্জি সেমিনারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন শ্যামল হালদার জানান, খ্রিস্টানধর্মীয় বিধানমতে শনিবার দিনেরবেলায় লেখা নিষেধ। তাই বোর্ডের অনুমতিক্রমে মুকসুদপুর উপজেলার জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা হয়।

তাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জেএসসি পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নেয়া হচ্ছে। 

২০১৯ সালের জেএসসি পরীক্ষার রুটিন অনুসারে পরীক্ষা শনিবার হয়।  তবে আগামী শনিবারও পরীক্ষার্থীরা রাতে পরীক্ষা দেবে।

এ ছাড়া অন্যান্য পরীক্ষার্থীর সঙ্গে ওই ৫৮ পরীক্ষার্থীও সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ সময় তারা ওই কেন্দ্রের একটি নির্দিষ্ট কক্ষে থাকবে এবং রাত ৯টার পর পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হবে।

খ্রিস্টানধর্মের ওই পরীক্ষার্থীরা জানায়, ধর্মীয় বিধান অনুসারে আমাদের শনিবার দিনেরবেলায় কোনো কিছু লেখা নিষেধ। তাই বোর্ডের অনুমতিক্রমে দুটি শনিবার রাতে জেএসসি পরীক্ষা দেয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।

কেন্দ্র সচিব নির্মল সাহা জানান, খ্রিস্টানধর্মের একাংশ তাদের ধর্মীয় বিধান মতে সূর্যের আলো থাকাকালীন লেখা নিষেধ। তাই তারা রাতে সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে। 
এরা সবাই মুকসুদপুর উপজেলার জলিরপাড় কেলগমুখার্জি সেমিনারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

মুকসুদপুর সহকারী উপজেলার শিক্ষা অফিসার মনিমোহন বাড়ৈ সত্যতা নিশ্চিত করে বলেন, খ্রিস্টান ধর্মের বিধান মতে তাদের রাতে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম