Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে প্রথম বিয়ে গোপন করায় স্ত্রীর কারাদণ্ড

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ০৬:২৩ পিএম

টাঙ্গাইলে প্রথম বিয়ে গোপন করায় স্ত্রীর কারাদণ্ড

টাঙ্গাইলে সাদিয়া জাহান সেজুতি নামে এক গৃহবধূ প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করায় এক বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোয়াজ্জেম হোসেন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত গৃহবধূ সাদিয়া জাহান সেজুতি (২৩) টাঙ্গাইল শহরের সাবালিয়া তিনতলা নামক এলাকার ফুলকড়ি টাওয়ারের অষ্টম তলার বাসিন্দা মনির হোসেনের মেয়ে।

মামলার সূত্রে জানা গেছে, গৃহবধূ সাদিয়া জাহান সেজুতি ২০১৪ সালে প্রথম বিয়ে গোপন করে শহরের সাবালিয়া এলাকার দুলাল হোসেনের ছেলে শাহনেওয়াজ শিহাবকে দ্বিতীয় বিয়ে করেন। পরে স্বামী শাহনেওয়াজ প্রথম বিয়ের কথা জানতে পেরে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘদিন শুনানি শেষে মঙ্গলবার বিকালে আদালতের বিচারক মোয়াজ্জেম হোসেন উল্লেখিত রায় প্রদান করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ইকবাল হোসেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম