Logo
Logo
×

সারাদেশ

রামেক পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ১০:৪১ এএম

রামেক পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রোগীদের খাবার সরবরাহের দরপত্রে অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

রাজশাহী জেলা যুগ্ম জজ আদালত-১ এর বিচারক জয়ন্তী রানী সাহা মামলাটি আমলে নিয়ে সামনের বছর ১৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

সোমবার দুপুরে হাসপাতালের খাবার সরবরাহের ঠিকাদার মো. সুমন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, হাসপাতালের পরিচালক, দরপত্র কমিটির সদস্য, সরকার ও ঠিকাদার শফিকুল ইসলামকে বিবাদী করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী একেএম আনোয়ার হোসেন বলেন, দরপত্র আহ্বানের পর প্রথম শ্রেণির ঠিকাদার মো. সুমন অন্যদের সঙ্গে দরপত্র জমা দেন। 

গত ৫ সেপ্টেম্বর সবার সামনে দরপত্র বাক্স খোলা হয়। তাতে দেখা যায়, রোগীদের জন্য মুরগির মাংস সরবরাহে অন্যরা যে দর উল্লেখ করেছেন, এর চেয়ে কম দর দিয়েছেন সুমন। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। পরে শফিকুল নামে অন্য এক ঠিকাদারকে কাজটি দিয়ে দেয়া হয়। সুমন কেজিপ্রতি ২১৩ টাকা দর দিলেও ২১৪ টাকা দরদাতা শফিকুলকে কাজটি দেয়া হয়।

আইনজীবী আনোয়ার হোসেন বলেন, ঠিকাদারির কাগজপত্র ঠিক থাকার পরও বেশি দরে অন্যকে প্রায় ৮০ লাখ টাকার কাজটি দেয়ায় বাদী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া সরকারও লোকসানের মুখে পড়েছে।

তিনি বলেন, আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের কোনো প্রতিনিধি এই দরপত্র প্রক্রিয়ায় থাকতে পারেন না। কিন্তু নিয়ম ভেঙে সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের একজন প্রকৌশলীকে রাখা হয়েছে এই দরপত্র কমিটিতে।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আমরা এখনও আদালতের কাগজপত্র পাইনি। পেলে বাদী কী অভিযোগ করেছেন, সেটি দেখা যাবে। তবে নিয়ম অনুযায়ী দরপত্র প্রক্রিয়া শেষ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম