বাগেরহাটে বাড়ির পাশে ডোবায় যুবলীগ নেতার লাশ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ০৯:৩২ পিএম
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতি এলাকা থেকে যুবলীগ নেতা চুন্নু চৌধুরীর (৪৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে চুন্নু চৌধুরীর বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
চুন্নু চৌধুরী ওই উপজেলার চুনখোলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
চুনখোলা ইউনিয়নের চেয়ারম্যান ও মোল্লাহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন জানান, চুন্নু চৌধুরী সিংগাতি এলাকার গ্রামের বাড়িতে একাই থাকতেন। তার দুই স্ত্রী মধ্যে একজন গোপালগঞ্জ ও অপর স্ত্রী ঢাকায় বসবাস করেন। দুপুরের পর তার লাশ ডোবায় দেখতে পেয়ে পুলিশ তা উদ্ধার করে।
তবে কী কারণে তার এই অকালমৃত্যু হয়েছে এ বিষয়ে তিনি এখনও কিছু জানাতে পারেনি।
স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যার পরে সিংগাতি নতুনবাজার থেকে চা খেয়ে বাড়িতে ফেরেন চুন্নু চৌধুরী। স্ত্রী-সন্তান কেউ বাড়িতে না থাকায় ওই রাতে একাই থাকার কথা ছিল তার। পরের দিন সোমবার সকাল অনুমান ১০টার দিকে সিংগাতি এলাকার আরজ শরীফের মেয়ে ছাগল বাঁধতে গিয়ে ডোবায় তার লাশ দেখে চিৎকার শুরু করেন। পরে আশ-পাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।
যুবলীগ নেতার লাশ উদ্ধারের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মো. সেলিম রেজা, চুনখোলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেনসহ অনেকে তার বাড়িতে ছুটে যান।
স্থানীয়রা জানান, সিংগাতি গ্রামের মৃত শাহাদাত হোসেন চৌধুরীর ছেলে চুন্নু চৌধুরী (৫২) অত্যন্ত সাহসী ও পরোপকারী ব্যক্তি ছিলেন। যে কারও বিপদে তিনি নিঃস্বার্থে পাশে দাঁড়াতেন। অন্যায়ের প্রতিবাদ করাটাই তার স্বভাব ছিল। তাছাড়া ওই এলাকায় প্রকাশ্য দলাদলি রয়েছে। সে একটি দলের সর্বাধিক সাহসী হিসেবে ভূমিকা রাখতেন।
চুন্নু চৌধুরীকে পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা দুষ্কৃকারীরা রোববার দিবাগত রাতের যে কোনো সময় হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রাখতে পারে বলেও এলাকাবাসী জানান।
মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবীর জানান, দুপুরে খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। চুন্নু চৌধুরীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।