Logo
Logo
×

সারাদেশ

জেলেদের কাছ থেকে ইলিশ লুটে নেয়ায় ৪ পুলিশ ক্লোজড

Icon

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ০৮:১২ পিএম

জেলেদের কাছ থেকে ইলিশ লুটে নেয়ায় ৪ পুলিশ ক্লোজড

ইলিশ। ফাইল ছবি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে জেলে নৌকা থেকে ইলিশ মাছ লুটে নেয়ার দায়ে একজন এসআইসহ চার পুলিশকে ক্লোজড করে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে রাখা হয়েছে। 

এ পুলিশ সদস্যরা হলেন- চরভদ্রাসন থানার এসআই মো. মিজানুর রহমান, পুলিশ সদস্য কুতুবদ্দিন, ফরহাদ হোসেন ও সেলিম মিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই পুলিশ সদস্যরা ট্রলার ও স্পিডবোট নিয়ে রাতভর উপজেলা পদ্মা নদীর বিভিন্ন জলমহালে টহল দিয়ে ইলিশ শিকারি জেলে নৌকা থেকে প্রায় ৩০ কেজি ওজনের মা ইলিশ লুটে নেয়ার পর ভোররাতে গোপালপুর ঘাটে নামেন। 

এ ঘটনা ফাঁস হয়ে গেলে সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার উক্ত চার পুলিশকে ক্লোজড করে লাইনে নিয়ে যান বলে জানা যায়।

চরফ্যাশন খানার ওসি হারুন অর রশিদ বলেন, আমাদের কাউকে না জানিয়ে তারা স্বেচ্ছায় নদীতে গিয়ে এই কর্মকাণ্ড করেছে। তাই তাদের ক্লোজড করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম