
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ এএম
বোরহানউদ্দিনের ঘটনায় নতুন করে ৬ দফা দাবি মুসলিম ঐক্য পরিষদের

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ০৬:৩৪ পিএম

জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ
ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে নতুন করে ৬ দফা দাবি জানিয়ে সোমবার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
অপরদিকে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের নামে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির নাম পরিবর্তন করে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ করা হয়েছে।
একই সঙ্গে রোববার এক বৈঠকে সংগঠনের ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এরাই স্মারকলিপি প্রদানকালে উপস্থিত থাকেন।
অপরদিকে দ্বিতীয় দিনেরমতো পুলিশ সদর দফতরের তদন্ত অব্যাহত রয়েছে। আজও বোরহানউদ্দিনে বিভিন্ন মানুষের কাছ থেকে বক্তব্য ও তথ্য রেকর্ড করছেন টিম সদস্যরা।
সংগঠনের সভাপতি মাওলানা আবদুর রহমান খান তালুকদার ও সম্পাদক মাওলানা মো. মোবাশ্বিরুল হক নাঈম স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মহানবী সম্পর্কে কটুক্তি করা বিষয়টি ক্ষমার অযোগ্য। এ বিষয়ে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। কটুক্তিকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। উস্কানি ছাড়াই তৌহিদি জনতার ওপর গুলিবর্ষণের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়। পুলিশের গুলিবর্ষণ ঘটনা অন্যদিকে প্রচার করার জন্য সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলা বিষয়টি সাজানো উল্লেখ করে তারও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন সংগঠনের নেতারা।
এ সময় আহতদের উন্নত চিকিৎসারও দাবি জানানো হয়।