Logo
Logo
×

সারাদেশ

জীবন শঙ্কায় স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ০২:২৬ পিএম

জীবন শঙ্কায় স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ। ছবি: যুগান্তর

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের শারীরিক অবস্থা সংকটাপন্ন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন।  

চিকিৎসকের পরামর্শে তাকে গুলশানের বাসায় আনা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে। 

সোমবার শরীরের সার্বিক অবস্থা নিয়ে কথা হয় তার স্ত্রী রাবেয়া সিরাজের সঙ্গে; তিনি বলেন, তিনি (শাজাহান সিরাজ) এখন কথা বলতে পারেন না। সারা দিন ঘুমের মধ্যে থাকেন। মাথায় টিউমার হয়েছে। ধারণা করা হচ্ছে, সেটি ক্যান্সারে রূপ নিয়েছে। 

অনেকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু মাথায় জমে থাকা পানিটার জন্য কোনো নড়াচড়া করা ঠিক হবে না বলে জানিয়েছেন চিকিৎসক। তা ছাড়া এ অবস্থায় মুভমেন্ট করালে শরীর আরও খারাপ হতে পারে। মাথায় ক্যান্সারের ফলে একটি শিরায় পানি জমে। তা অপারেশন করার মতো অবস্থায় নেই।

স্ত্রী রাবেয়া সিরাজ আরও জানান, তিনি (শাজাহান সিরাজ) দীর্ঘদিন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় আনা হয়েছে এবং বাসাতেই চিকিৎসা দেয়া হচ্ছে। তার জন্য টাঙ্গাইলের কালিহাতীবাসীসহ দেশের সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

কালিহাতী কলেজের শিক্ষক অধ্যাপক আবদুল আউয়াল বলেন, আমরা (শিক্ষকরা) কলেজের প্রতিষ্ঠাতাকে দেখতে বৃহস্পতিবার ঢাকার বাসায় গিয়েছিলাম। তার শারীরিক অবস্থা ভালো নয়। 

শাজাহান সিরাজ ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে জন্ম নেন। 

বর্তমানে ৭৩ বছর বয়সী শাজাহান সিরাজ ষাটের দশকে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি। টাঙ্গাইল সাদত কলেজের ছাত্র সংসদে একবার সাধারণ সম্পাদক ও দুবার নির্বাচিত ভিপি ছিলেন তিনি। 

১৯৭০ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ’৭১-এর মার্চের উত্তাল দিনে গঠিত স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ছিলেন। 

সেই সময়ে ছাত্র সংগ্রাম পরিষদের চার নেতা বঙ্গবন্ধুর চার খলিফা রূপে পরিচিতি পান। ১ মার্চ সংসদ স্থগিত হওয়ার পর ৩ মার্চ পল্টন ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন তিনি। 

মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। মুজিবনগর সরকারের সঙ্গে তিনি মুজিব বাহিনীর পক্ষে লিয়াজোঁর দায়িত্ব পালন করেন। 

স্বাধীনতা-পরবর্তী জাসদ গঠন করেন। বাম ঘরানা থেকে রাজনীতির জটিল অঙ্গনে উল্টো পথে হেঁটে বিএনপি সরকারের মন্ত্রী হয়েছিলেন শাজাহান সিরাজ। সর্বশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম