Logo
Logo
×

সারাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে: পরিকল্পনামন্ত্রী

Icon

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ০৮:৩৬ পিএম

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ছবি: যুগান্তর

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। তিনি এ ব্যাপারে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান।

শুক্রবার জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের বাস্তবায়নে মরচুয়ারীর (লাশ হিমাগার) উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ভাইয়েরা দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। 

তিনি বলেন, প্রবাসীরা মাতৃভূমির টানে তাদের কষ্টার্জিত টাকা দিয়ে জগন্নাথপুরে লাশ রাখার জন্য মরচুয়ারি নির্মাণ করে সমাজসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই মহৎ কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তিনি জগন্নাথপুর উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের নেতৃবৃন্দসহ সবাইকে অভিনন্দন জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম