Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীর লোকালয়ে খাবারের সন্ধানে অজগর!

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ এএম

হাটহাজারীর লোকালয়ে খাবারের সন্ধানে অজগর!

হাটহাজারীর লোকালয়ে খাবারের সন্ধানে অজগর

প্রতিনিয়ত উজাড় করছে বনজঙ্গল। এতে নষ্ট হচ্ছে জীববৈচিত্রের আবাসস্থল ও রসদ। ফলে বনজঙ্গলের প্রাণিকূল খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসছে।

বৃহস্পতিবার খাবারের সন্ধানে লোকালয়ে আসা এমনি একটি অজগর সাপ ধরা পড়ল স্থানীয় কয়েকজন যুবকের হাতে।

ওই দিন বিকালে চট্টগ্রামের হাটহাজারী উপজলোর উত্তর ফতেয়াবাদ এলাকার কালি মন্দীরের পাশের বিলে কয়েকজন যুবক মাছ ধরছিল। এ সময় সাপটি আরিফের পায়ে আটকে যায়। এরপর জাহেদুল ইসলাম নামে অপর যুবক অজগর সাপটি ধরে বিল থেকে ডাঙ্গায় নিয়ে আসে।

অজগরটি সাপটিকে পিটিয়ে মারার জন্য স্থানীয় অন্য যুবকরা উদ্যত হয়। তবে স্থানীয় দুই যুবক মো. জাহেদ ও মো. আরিফ অজগর সাপটিকে উদ্ধার করে হাটহাজারী উপজেলার ১১ মাইলস্থ ফরেস্ট বিটের স্টেশনের কর্তাদের কাছে হস্তান্তর করেন।

সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, ওজন হবে ১২-১৫ কেজির মতো।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী ১১ মাইল ফরেস্ট বিটের স্টেশন অফিসার সুমেন বড়ুয়া গণমাধ্যমকর্মীদের বলেন, সন্ধ্যায় অজগর সাপটি হাটহাজারী ফরেস্ট বিট স্টেশনের পশ্চিমে গহীন বনে উন্মুক্ত করা হয়েছে।

উপজেলার কোথাও এ রকমের সাপসহ যে কোনো বন্যপ্রাণী উদ্ধার করা হলে তা ফরেস্ট বিটকে অবহিত করার পরামর্শ দেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম