Logo
Logo
×

সারাদেশ

বরিশালে জব্দকৃত জাল ও ইলিশ বিক্রি নিয়ে সংঘর্ষ

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ১১:৩৬ এএম

বরিশালে জব্দকৃত জাল ও ইলিশ বিক্রি নিয়ে সংঘর্ষ

কারেন্ট জাল। ফাইল ছবি

বরিশালের মুলাদীতে জেলেদের থেকে আটককৃত জাল ও ইলিশ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার উপজেলার চরকালেখান ইউনিয়নের ৩৬ ভেদুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মুলাদী থানা ও নৌথানা পুলিশ উপজেলার জয়ন্তী ও আড়িয়ালখাঁ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ মাছ আটক করে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্থানীয় ট্রলারচালক রায়হানের নেতৃত্বে মৎস্য অফিসের দালালরা পুলিশের আটককৃত জাল ও ইলিশ বিক্রি করতে যায়। 

বিষয়টি টের পেয়ে বিক্ষুব্ধ জেলে ও স্থানীয়রা মৎস্য অফিসের দালালদের ট্রলার লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতকালে দালালদের ট্রলারটি ৩৬ ভেদুরিয়া এলাকায় পৌঁছলে দালালদের সঙ্গে জেলে ও স্থানীয়দের হাতাহাতি হয়। সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশের এএসআই আল আমিন ও এএসআই আক্তার হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রায়হানকে আটক করে এবং ট্রলারে থাকা কারেন্ট জালে অগ্নি সংযোগ করেন।

বিক্ষুব্ধ জেলে ও স্থানীয়রা জানান, অভিযানের সময় পুলিশ ও মৎস্য অফিসের লোকজনের সঙ্গে থাকা দালালরা প্রতিনিয়ত জাল ও ইলিশ বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। 

এ বিষয়ে এএসআই আল আমিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়।   

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম