Logo
Logo
×

সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের মিনি কাঁটাতারের বেড়া

Icon

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ০৬:৪১ পিএম

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের মিনি কাঁটাতারের বেড়া

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের মিনি কাঁটাতারের বেড়া

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন অমান্য করে জিরো লাইনের ভেতর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এ নিয়ে বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খালিশাকোটাল সীমান্তে।

সরেজমিন দেখা গেছে, ভারতীয় কুর্শারহাট টু দিনহাটা সড়কের আন্তর্জাতিক পিলার ৯৩৪ থেকে ৯৩৪/১১ এস পিলার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক বাংলাদেশ ভারতের সীমান্তের ভারতের ভেতর জিরো লাইনে প্রায় ৭৫ বছর পূর্বে নির্মাণ করা হয়।

পরবর্তীকালে বাংলাদেশ-ভারত আলাদা রাষ্ট্র গঠন হলে ভারত নতুন করে ওই সড়কটি নির্মাণ কাজ করতে না পারলেও বিভিন্ন সময় মেরামতের কাজ করে। এদিকে ফুলবাড়ী সীমান্তের ওপারে ভারত ১৫০ গজের পরে কাঁটাতারের বেড়া নির্মাণ করলেও ওই এলাকা জিরো লাইনে হওয়ায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে না পারলেও সীমান্ত সড়কটির দুই ধারে কাঁটাতার পেঁচানো অবস্থায় ফেলে রাখে বিএসএফ।

এ নিয়ে বারবার বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকও করে। কিন্তু বিএসএফ আন্তর্জাতিক আইন অমান্য করে মঙ্গলবার নির্মাণসামগ্রী এনে তিন ফিট উঁচু স্টিলের পাইপ, ব্লেড, তার ও কংক্রিটের সিঁড়ি দিয়ে ৯৩৪ আন্তর্জাতিক পিলারের ৪ এস হতে ৫ এস পিলার পর্যন্ত ৩৮ ব্যাটালিয়নের বিএসএফ বসকোটাল বিওপির সদস্যরা শূন্য রেখায় মিনি কাঁটাতারের বেড়া নির্মাণ করে।

সীমান্তবাসী মাজম, রাজু মিয়াসহ অনেকেই জানিয়েছেন, হঠাৎ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট বিওপির বিজিবির সদস্যরা ওই সীমান্তে গিয়ে টহল জোড়দার অব্যাহত রেখেছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট বিওপির হাবিলদার মোহাম্মদ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সীমান্তে টহল দিচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম