কোটালীপাড়ায় তালাবদ্ধ এলজিইডি কার্যালয়ে আগুন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ১০:৪৪ এএম
কোটালীপাড়ায় এলজিইডি কার্যালয়ে আগুন। ছবি: যুগান্তর
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) উপজেলা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ওই অধিদফতরে তালাবদ্ধ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কোটালীপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এ অফিসের অবস্থান।
জানা যায়, অফিসের নৈশপ্রহরী সোলেমান মীর প্রকৌশলী দেবাশীষ বাগচীর রুমে আগুনের ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কোটালীপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী জানান, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্কুলের সায়েন্সল্যাবের জন্য জাইকার ক্রয়কৃত ২০ লাখ টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ফটোকপি মেশিন, সোফাসেট, অফিস ডেকোরেশন, আসবাবপত্র পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার নজরুল ইসলাম বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডে অফিসের উপজেলা প্রকৌশলীর রুমের সব মালামাল পুড়ে গেছে। আমরা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেছি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।