ছবি: যুগান্তর
বগুড়া শহর থেকে যুবলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের পাশে সেবন করা তিন বোতল ফেনসিডিল পাওয়া গেছে।
শনিবার রাতে শহরতলির ফুলতলা এলাকায় একটি ফিলিং স্টেশনের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বগুড়া শহরের কলোনি চকফরিদ এলাকার মৃত শামীমের ছেলে আনোয়ার হোসেন (৩৩), একই এলাকার মৃত সোবহানের ছেলে মোক্তার হোসেন (৪৫), নিজামউদ্দিনের ছেলে নূর আলম (৩৫), ইয়াছিনের ছেলে আশিক হোসেন (৪২), আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪২), এসএম জিয়াউলের ছেলে মুনিম (৩০), মৃত আজাদের ছেলে সাজু (৩০), ইসাহাকের ছেলে সামসাদ শেখ (৪২), আমির হোসেনের ছেলে ফিরোজ (৪২) এবং ফুলতলা এলাকার শুক্কুর আলীর ছেলে নান্টু (৩২)।
সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানিয়েছেন, আটকরা সবাই যুবলীগের নেতাকর্মী।
সদর থানার এএসআই আবু তাহের জানান, শনিবার রাত ৯টার দিকে ওই ১০ জন শহরতলির ছিলিমপুর এলাকায় বগুড়া ফিলিং স্টেশনের পাশে বসেছিলেন। তাদের পাশে সেবন করা তিন বোতল ফেনসিডিল ছিল।
কোনো সদুত্তর দিতে না পারায় তাদের আটক করে থানায় আনা হয়েছে।
তবে ওই এলাকার লোকজন জানান, আটকরা সবাই সেখানে বসে ফেনসিডিল সেবন করছিলেন। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এদের ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা থানায় তদবির করছিলেন।
সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, আটক যুবলীগের নেতাকর্মীদের কাছে কোনো মাদক বা অস্ত্র পাওয়া যায়নি। ১০ জন একত্রিত হওয়ায় তাদের আটক করে থানায় আনা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।