Logo
Logo
×

সারাদেশ

এবার লোহাগড়ায় শিশু রমজানকে শ্বাসরোধ করে হত্যা, বাবা-মামা আটক

Icon

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ১২:২১ পিএম

এবার লোহাগড়ায় শিশু রমজানকে শ্বাসরোধ করে হত্যা, বাবা-মামা আটক

সুনামগঞ্জের দিরাইয়ে তুহিন হত্যার পর এবার নড়াইলের লোহাগড়া পৌর এলাকার সিঙ্গা গ্রামে রমজান শেখ (৬) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে।

বুধবার বিকালে পুলিশ ওই গ্রামের একটি বাগানের পাশে ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির পিতা ইলু শেখ ও মামা ইউছুফ শেখকে আটক করেছে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, নিহত রমজান তার নানা বাড়ি সিঙ্গা গ্রামে থেকে সিঙ্গা-মশাঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়াশোনা করত। বুধবার সকালে সে স্কুলে গিয়ে আর ফিরে আসেনি।

বিকাল সাড়ে ৪টার দিকে তার লাশ পাওয়া যায়। শিশুটির মা বুদ্ধি প্রতিবন্ধী মারিয়ার সঙ্গে বিবাহিত ইলু শেখের অবৈধ সম্পর্কের জেরে রমজানের জন্ম হয়। মারিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সামাজিক চাপে মারিয়াকে বিয়ে করেন ইলু শেখ।

কিছুদিন পরে মারিয়াকে তালাক দেন ইলু শেখ। রমজানের ভরণ-পোষণের দাবি করে মারিয়ার পিতা আদালতে মামলা দায়ের করেন। আদালতের রায়ে রমজানের ভরণ-পোষণ বাবদ ইলু শেখকে প্রতিমাসে টাকা দিতে হতো। কয়েক মাস ওই টাকা রমজানকে না দেয়ায় গ্রেফতারি পরোয়ানায় কারাগারেও যেতে হয় ইলু শেখকে।

এলাকাবাসীর ধারণা, টাকা ও সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য শিশু রমজান শেখকে তার পিতা ইলু শেখ হত্যা করতে পারে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যশোর অঞ্চলের ইন্সপেক্টর মো. ফসিহুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল সিঙ্গা গ্রাম পরিদর্শন করেছেন।

লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন বলেন, উভয় পরিবার সন্দেহের তালিকায় আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সকাল ১০টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া কেজাউড়া গ্রাম থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়। সে গ্রামের আবদুল বছির মিয়ার ছেলে।

ধারালো অস্ত্র দিয়ে শিশুটির কান, গলা ও প্যানিশ কেটে পাশবিক কায়দায় হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে বাবা-চাচাসহ তার স্বজনরা। এ ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম