Logo
Logo
×

সারাদেশ

মেসেঞ্জারে ছবি পাঠিয়ে ইয়াবা বিক্রি করতেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ০৫:৫৪ এএম

মেসেঞ্জারে ছবি পাঠিয়ে ইয়াবা বিক্রি করতেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

আটক শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান বেলাল। ছবি-যুগান্তর

বগুড়ার শেরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে এসে গ্রেফতার হয়েছেন শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান বেলাল (৩৫)।

আসাদুজ্জামান বেলাল বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার মৃত মনিরুজ্জামানের ছেলে।

বুধবার রাতে তাকে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকা থেকে মোটরসাইকেল ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ইয়াবার ছবি ক্রেতাদের পাঠিয়ে ও পরে বিকাশের মাধ্যমে টাকা নিতেন বেলাল। বুধবার রাতে বেলাল মাদক বিক্রির জন্য জাবের আলী নামে এক সঙ্গীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শেরপুরের গাড়িদহ এলাকায় আসেন। এ সময় গোপনে খবর পেয়ে তাদের মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। বেলালকে তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পরে এসআই রুম্মান হাসান তার বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেন। বেলালকে শেরপুর থানায় আটক করে নিয়ে গেলে তাকে ছাড়িয়ে নিতে বুধবার রাতভর নেতাকর্মীরা তদবির করেন।

পরে বেলালকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়।

শাজাহানপুর থানার এসআই সোহেল রানা জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান বেলালের বিরুদ্ধে থানায় অস্ত্র, মাদক ছাড়াও বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে। বেলালের সঙ্গী বগুড়া আর্মি মেডিকেল কলেজের পিয়ন জাবের আলীকে সেনাবাহিনীর লোকজন এসে নিয়ে গেছেন।

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান জানান, আসাদুজ্জামান বেলাল আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম