Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীর বস্তাপট্টিতে আগুন, ৮ গোডাউন পুড়ে ছাই

Icon

ঢাকা (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ০১:৫৯ পিএম

টঙ্গীর বস্তাপট্টিতে আগুন, ৮ গোডাউন পুড়ে ছাই

টঙ্গীর বস্তাপট্টিতে আগুন। ছবি: যুগান্তর

ঢাকার টঙ্গীর বস্তাপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি বস্তার গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়েছে। এ সময় মালামাল সরাতে গিয়ে আহত হয়েছেন দুজন।

সোমবার সকালে টঙ্গীর আরিচপুর গরুহাটা রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস টঙ্গী ও উত্তরার পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ব্যবসায়ী ইব্রাহিম জানান, সকাল ৮টার দিকে গোডাউনে সিগারেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য গোডাউনে ছড়িয়ে পড়ে। 

এতে গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ও উত্তরার পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যাপারে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাগে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম