Logo
Logo
×

সারাদেশ

দামুড়হুদায় বিষাক্ত সাপ খেলার লড়াই

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ১২:৪৪ পিএম

দামুড়হুদায় বিষাক্ত সাপ খেলার লড়াই

দামুড়হুদায় বিষাক্ত সাপ খেলার লড়াই

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী গ্রামে দুই দলের সাপের খেলা ও ঝাপান গান পরিবেশন করা হয়েছে।

রোববার দর্শনা সীমান্তবর্তী জয়নগর গ্রামে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা ও ঝাপান গান পরিবেশন করা হয়।

দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের ঝন্টু ও তার  দল এবং মদনা গ্রামের মজিবর রহমান তার সাপ খেলা দেখিয়ে দর্শক মাতিয়ে তোলেন।

এ সময় শত শত দর্শক এই খেলা ও ঝাপান গান উপভোগ করেছেন।

দর্শনা সীমান্তবর্তী জয়নগর গ্রামে সাপুড়িয়া ইয়ার নবী, ফনু আলী, আজাদ আলী, মুরশিদ আলী, পালু মিয়া, রহিদুল ইসলামের উদ্যোগে প্রতিবছর ঐতিহ্যবাহী ঝাপান খেলার আয়োজন করে থাকেন।

ঝাপান খেলাকে ঘিরে নানা ধরনের খেলনা ও বিভিন্ন মিষ্টি সামগ্রী দোকান বসে। ঝাপান খেলায় বেহুলা-লখিন্দর ও মনসার পালা নিয়ে দিনব্যাপী দুই দলের মধ্যে ঝাপান গানের লড়াই হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম