Logo
Logo
×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Icon

চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০৩:১১ এএম

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ছবি: যুগান্তর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি রাখাল নিহতের অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম জহুরুল ইসলাম।

শনিবার গভীর রাতে উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে।
 
জানা গেছে, জহুরুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য গভীর রাতে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে জহুরুল ইসলাম নিহত হন।

সহযোগীরা জহুরুলের মরদেহ উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। এর পর পরিবারের লোকজন গোপনে তার নানাবাড়ি বালুটুঙ্গী এলাকায় জহুরুল ইসলামকে দাফন করেন। 

মনাকষা ইউপি সদস্য সমির উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি।

এ ব্যাপারে ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা তা আমরা এখনও নিশ্চিত নই। 

ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে কেউ ঘটনা ঘটিয়ে তা অপপ্রচার চালাতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম