Logo
Logo
×

সারাদেশ

ভোলায় আলোচিত চোরাই তেল ব্যবসায় প্রশাসনের হানা

Icon

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৩ পিএম

ভোলায় আলোচিত চোরাই তেল ব্যবসায় প্রশাসনের হানা

দৌলতখানে জব্দকৃত চোরাই তেল। ছবি: যুগান্তর

ভোলার দৌলতখানে আলোচিত চোরাই তেল ব্যবসায় হানা দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় সাড়ে তিন হাজার লিটার চোরাই তেল জব্দ করা হয়।  

সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ ও থানা পুলিশের একটি টিম দৌলতখান থানা সংলগ্ন বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালান।  এ সময় তালাবদ্ধ একটি গুদাম থেকে তেল জব্দ করা হয়।  তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। 

জব্দকৃত তেল স্থানীয় আব্দুল হাকিম ও হারুন হাওলাদারের বলে জানান স্থনীয়রা। দীর্ঘদিন ধরে উপজেলার কয়েকটি সংঘবদ্ধ চক্র মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় তেলবাহী জাহাজ থেকে তেল নামিয়ে চোরাই পথে এ তেল বিক্রি করে আসছে।

দৌলতখান উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা জি‌তেন্দ্র কুমার নাথ জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে দৌলতখান বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এক‌টি গোডাউন থে‌কে ১০টি বড় ব্যারে‌লে ভ‌র্তি সা‌ড়ে তিন হাজার লিটার তেল জব্দ করা হয়।  অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি।

‌তি‌নি বলেন,  আইনি প্রক্রিয়া শে‌ষে জব্দ করা তেল দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম