Logo
Logo
×

সারাদেশ

জামালগঞ্জে স্বামী মৃত্যুর শোকে নববধূর আত্মহত্যা

Icon

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৭ পিএম

জামালগঞ্জে স্বামী মৃত্যুর শোকে নববধূর আত্মহত্যা

নিবলু দাস ও নিয়তি দাস। ফাইল ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যু হয়েছে। আর এ শোক সইতে না পেরে আত্মহত্যা করলেন স্ত্রী।

রোববার সাচনাবাজার মসজিদ সংলগ্ন পাঁচ তলা ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান স্বামী নিবলু দাস। এ শোক সইতে না পেরে সোমবার ভোরে আত্মহত্যা করেন তার স্ত্রী নিয়তি দাস (২৯)।

পারিবারিক সূত্র জানায়, রোববার সাচনাবাজার মসজিদ সংলগ্ন পাঁচ তলা ভবনের জানালায় থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের বেনু দাসের ছেলে নিবলু দাস মারা যান। এই মৃত্যুর শোক সইতে না পেরে সোমবার ভোরে ফাঁস দিয়ে নিহতের সদ্য বিবাহিতা স্ত্রী নিয়তি দাস আত্মহত্যা করেন।

নিয়তি দাস বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের রঙ্গিয়ারচর গ্রামের ছানা দাসের মেয়ে নিয়তি। গত দুমাস আগে তাদের পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়।

এদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে পর পর স্বামী-স্ত্রী দুজনের মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে তাদের পরিবার। এলাকায় শোকের মাতাম বইছে।

এ ব্যপারে জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম যুগান্তরকে জানান, এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম