Logo
Logo
×

সারাদেশ

প্রথাভাঙা বিয়ের পর কনের বাড়িতেই বরভাত-বাসর

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৫ পিএম

প্রথাভাঙা বিয়ের পর কনের বাড়িতেই বরভাত-বাসর

কনের পিতার বাড়িতেই ধুমধাম করে অনুষ্ঠিত হল বরভাত অনুষ্ঠান

চিরাচরিত নিয়ম ও প্রথা ভেঙে এবার চুয়াডাঙ্গায় কনের বাড়িতে হল বরের বাসর।

বরের বাড়িতে গিয়ে কনের বিয়ের পর শনিবার রাতে কনের পিতার বাড়িতে সাজানো হয় বাসরঘর।

রাতে দু'জন দু'জনের হাত ধরে বাসরঘরে ঢোকেন। এরপর রোববার কনের পিতার বাড়িতেই ধুমধাম করে অনুষ্ঠিত হল বরভাত অনুষ্ঠান।

আত্মীয়-স্বজনরা বিভিন্ন উপহার নিয়ে বরভাত অনুষ্ঠানে এসে দুপুরের খাবার খেলেন।

অনুষ্ঠানে যথারীতি বর তরিকুল ইসলাম জয় ও কনে খাদিজা আক্তার খুশি নিজ নিজ আসনে বসেছিলেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের কামরুজ্জামানের ছোট মেয়ে খাদিজা আক্তার খুশি চুয়াডাঙ্গা সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রী। পিতার ইচ্ছা অনুযায়ী তিনি চিরাচরিত প্রথা ও নিয়ম ভেঙে শনিবার দুপুরে শতাধিক কনেযাত্রী নিয়ে মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামে বিয়ে করতে যান বরের বাড়িতে।

বিয়ের পর সন্ধ্যায় আবদুল মাবুদের ছেলে বর ব্যবসায়ী তরিকুল ইসলাম জয়কে সঙ্গে নিয়ে ফেরেন পিতার বাড়িতে। কনের পিতার বাড়িতেই তাদের বাসরঘর সাজানো হয়।

কনের নানা নাসির উদ্দিন যুগান্তরকে জানান, ‘রোববার কনের পিতার বাড়িতে বরভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে পাঁচ শতাধিক আত্মীয়-স্বজনকে দাওয়াত দেয়া হয়। তারা বিভিন্ন উপহার নিয়ে বরকে দেখতে আসেন এবং দুপুরের খাবার খান। এ ছাড়া বরের পক্ষ থেকেও অনেক আত্মীয়-স্বজন আসেন। সন্ধ্যায় তারা বর ও কনেকে নিয়ে মেহেরপুরের গাংনীতে ফিরে যান।’

চুয়াডাঙ্গা পৌরসভার হাজরাহাটির ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রাশিদুল হাসান মানু বলেন, ‘আমার ৫০ বছরের জীবনে বরভাত বলে কোনো অনুষ্ঠান দেখিনি। কিন্তু আজ আমাদের গ্রামে তার আয়োজন করা হল। ব্যতিক্রমী এ অনুষ্ঠান দেখতে এলাকার হাজারো নারী-পুরুষ ভিড় জমান। এ বিয়ে নিয়ে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম