Logo
Logo
×

সারাদেশ

বঙ্গোপসাগরে ২ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিক আটক

Icon

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৬ এএম

বঙ্গোপসাগরে ২ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিক আটক

বঙ্গোপসাগরে ২ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিক আটক। ছবি-সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের গভীর সমুদ্র থেকে দুই লাখ ইয়াবা বড়িসহ মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে। 

বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার জুয়েল রানা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মোহাম্মদ রবি আলম (১৯), মোহাম্মদ আলম (২৫), মো. দলিয়া (২০),  মোহাম্মদ নুর (২৫), মো. নুরে আলম (৪০), মোহাম্মদ শফিকুল (২৮), মো. নুরুল আমিন (২৫) ও মো. আলী আহমদ (২০)।   

তারা মিয়ানমারের আকিয়াবের সিবপুরা ও আড়িপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

কোস্টগার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে- এমন গোপন সংবাদে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে অভিযান চালায় কোস্টগার্ডের একটি বিশেষ টিম। 

এ সময় সন্দেহ হলে মাছ ধরার একটি ট্রলারে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে সেখান থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ট্রলারটিতে থাকা মিয়ানমারের আট নাগরিককে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা লেফটেন্যান্ট এম সোহেল রানা বলেন, ইয়াবার চালানটি কার কাছে নেয়া হচ্ছিল, সে ব্যাপারে জানতে আটক আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জব্দ করা ইয়াবাসহ মিয়ানমারের আটক নাগরিকদের টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম