Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে নছিমনের ধাক্কায় নারী নিহত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪২ এএম

কুড়িগ্রামে নছিমনের ধাক্কায় নারী নিহত

ছবি: যুগান্তর

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নছিমনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তার নাম রুপালি বেগম (২৮)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার রাতে উলিপুর-চিলমারী সড়কের মোহাম্মদের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুপালি বেগম উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের বাবু মিয়ার স্ত্রী।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, উলিপুর-চিলমারী সড়কের মোহাম্মদের মোড় এলাকায় চিলমারী থেকে আসা গরুভর্তি নছিমন বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী থ্রি-হুইলারকে সজোরে ধাক্কা দেয়।

এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হb রুপালি বেগমসহ চারজন। তাদের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে রুপালি ও কপিলের অবস্থার অবনতি ঘটে।

পরে তাদের কুড়িগ্রাম হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রুপালি বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম