বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি, নিখোঁজ ৮
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৭ এএম
ট্রলারডুবি। ফাইল ছবি
বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে দুটি মাছ ধরার ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে দুবলারচর ও গঙ্গামতি এলাকায় এ ঘটনা ঘটেছে।
বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ায় সাগরে ইলিশ ধরার শত শত ফিশিং ট্রলার সুন্দরবন উপকূলে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী পাথরঘাটা থেকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে এফবি আল সাত্তার ও এফবি পূর্ণিমা নামে দুটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে পূর্ণিমা ট্রলারের ৮ জেলে নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ সাইফুল ইসলাম খোকন জানান, ঝড়ো হাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে শরণখোলার অর্ধশতাধিক ফিশিংবোট শরণখোলা মৎস্য ঘাটে ফিরে এসেছে এবং বাকিরা সুন্দরবনসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয়ে রয়েছে।
শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের এফবি মঞ্জু ফিশিংবোটের মাঝি কামরুল ইসলাম জানান, সাগর অত্যন্ত অশান্ত হয়ে পড়ায় শতাধিক ফিশিংবোট সুন্দরবনের কচিখালী, অফিসকিল্লা, ভেদাখালী, ছাপড়াখালী, কচিখালী, কটকাসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয়ে রয়েছে।