Logo
Logo
×

সারাদেশ

জামালপুরে হাঁটুপানিতে মিলল ৮২ কেজি ওজনের বাগাড়!

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩০ এএম

জামালপুরে হাঁটুপানিতে মিলল ৮২ কেজি ওজনের বাগাড়!

জামালপুরে ডোবার হাঁটুপানিতে মিলল ৮২ কেজি ওজনের বাগাড় মাছ। ছবি: যুগান্তর

জামালপুরে ডোবার হাঁটুপানি থেকে ৮২ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাগাড় মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার সকালে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ির জিগাবাড়ি বাজারসংলগ্ন এলাকার ওই ডোবা থেকে মাছটি ধরা হয়। মাছটির দাম হাঁকা হয় ৬০ হাজার টাকা। পরে স্থানীয়রা ৪৫ হাজার টাকায় মাছটি কিনে সবাই মিলে ভাগ করে নেন বলে জানান স্থানীয় বাহাদুর।

তিনি জানান, দিক হারিয়ে ৮২ কেজি ওজনের একটি বাগাড় মাছ যমুনা নদী থেকে পার্শ্ববর্তী ডোবায় উঠে আসে।  সকালে তিনি ওই মাছটি প্রথমে দেখতে পান। 

পরে আরেকজনের সহায়তায় জাল দিয়ে মাছটি ডাঙায় তোলা হয়।

খবর পেয়ে আশপাশের এলাকায় প্রচুরসংখ্যক মানুষ মাছটি দেখতে ভিড় জমান। পরে মাছটি বিক্রির জন্য স্থানীয় সানন্দবাড়ির মৌলভীরচর বাজারে তোলা হয়। 

সেখানে মাছটির দাম ৬০ হাজার টাকা হাঁকা হয়। তবে পরে ৪৫ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম