Logo
Logo
×

সারাদেশ

কারাগারে বন্ধুর গাঁজা নিয়ে গেলেন নয়ন, অতঃপর...

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৬ পিএম

কারাগারে বন্ধুর গাঁজা নিয়ে গেলেন নয়ন, অতঃপর...

নয়ন। ছবি: যুগান্তর

মাদক মামলায় কারাগারে থাকা বন্ধুকে গাঁজা সরবরাহ করতে গিয়ে ধরা পড়েছেন হাসান ইসলাম নয়ন নামে এক যুবক। শুক্রবার বিকালে যশোর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটেছে। 

আটক নয়ন যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার শহিদুল ইসলাম শহিদের ছেলে।

কেন্দ্রীয় কারাগারের জেলার (কারাধ্যক্ষ) আবু তালেব জানান, শুক্রবার বিকালে নয়ন নামে এক যুবক গাঁজা নিয়ে কারাগারে প্রবেশের সময় ধরা পড়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, হাসান ইসলাম নয়ন স্প্রিংপাতির দোকানে কাজ করেন। তার বন্ধু একই এলাকার মহাদেবের ছেলে রুদ্র। কয়েকদিন আগে ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে আটক হন রুদ্র। বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। 

শুক্রবার বিকালে বন্ধু রুদ্রের জন্য ৪০ গ্রাম গাঁজা কিনে নিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যান নয়ন। কিন্তু কারা ফটকের সামনে গেলেই কারারক্ষীরা তাকে দাঁড় করিয়ে কাছে কিছু আছে কিনা জানতে চান। কিছুই নেই বলে দাবি করেন নয়ন। 

ফলে তল্লাশি করা হয় তার পরিহিত প্যান্টের পকেট। এ সময় তার পকেটেই পাওয়া যায় ৪০ গ্রাম গাঁজা।  

কোতোয়ালি মডেল থানার এসআই জিয়াউর রহমান জানান, রুদ্রর সঙ্গে দেখা করার জন্য এবং সেবনের জন্য কিছু গাঁজা নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছেন নয়ন। আটক নয়নের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম