Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোনায় হাঁসের বাচ্চা ধরতে দুই শিশুর মৃত্যু

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৫ পিএম

নেত্রকোনায় হাঁসের বাচ্চা ধরতে দুই শিশুর মৃত্যু

হাঁসের বাচ্চা। ছবি সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে হাঁসের বাচ্চা ধরতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার চকলেঙ্গুলা গ্রামে এ ঘটনা ঘটে।  

শিশু দুটি হল- ওই গ্রামের মুদি দোকানদার আব্দুল মালেক মিয়ার ছেলে ইমন (৩) ও মালেক মিয়ার নাতি রাফি (৪)।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশে ডোবায় হাঁসের বাচ্চা ধরতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। 

বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে শিশুদের ডোবা থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ওসি মীর মাহবুবুর রহমান শিশু দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম