মাগুরায় হাসপাতাল থেকে ৪ নারী পকেটমার আটক
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৯ এএম
মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল থেকে সোমবার সকালে চার নারী পকেটমারকে আটক করেছে পুলিশ। ছবি-যুগান্তর
মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল থেকে সোমবার সকালে চার নারী পকেটমারকে আটক করেছে পুলিশ।
তারা চিকিৎসার নাম করে হাসপাতালের বহির্বিভাগে লাইনে দাঁড়ানো অন্য রোগীদের ভিড়ে মিশে তাদের ব্যাগ থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেন।
আটক ওই চার নারী হলেন- মধুখালী উপজেলার বাগাট গ্রামের সাগর মোল্যার স্ত্রী সেলিনা খাতুন, মেয়ে মরিয়ম, একই গ্রামের সেন্টু মোল্যার মেয়ে রুখসানা এবং মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী অঞ্জনা খাতুন।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের বহির্বিভাগের লাইনে দাঁড়িয়ে থাকা একজন রোগীর ভ্যানিটি ব্যাগ থেকে তারা কৌশলে টাকা চুরি করেন। এ সময় বিষয়টি বুঝতে পেরে ওই রোগী চিৎকার দিলে হাসপাতালের কর্মচারীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
মাগুরা সদর থানার ওসি (অপারেশন) সাইদুর রহমান বলেন, হাসপাতাল থেকে আটকের পর থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা সম্পন্ন হলে তাদের আদালতে পাঠানো হবে।