ব্রাহ্মণবাড়িয়ায় দাদাবাড়ি বেড়াতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ০৮:২৫ পিএম

পানিতে ডুবে মৃত্যু। প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামে শনিবার দুপুরে পানিতে ডুবে আরমান মিয়া (১৬) ও সালমান মিয়া (১৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বসবাসকারি ওই দুই কিশোর নাসিরনগরে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল তারা।
নাসিরনগর থানার ওসি মো. সাজেদুর রহমান, গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গোয়ালনগর গ্রামের মাসুক মিয়া পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করেন। ঈদুল আজহা উপলক্ষে বেড়াতে আসা মাসুক মিয়ার দুই ছেলে আরমান ও সালমান শনিবার দুপুরে বাড়ির পাশের চিরদিয়া নদীতে গোসল করতে যায়।
প্রথমে সালমান মিয়া ডুবে গেলে তাকে বাঁচাতে যায় আরমান। এ অবস্থায় দুইজনই পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।