আগুন। প্রতীকী ছবি (সংগৃহীত)
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে অগ্নিকাণ্ডে ২টি ঝুট গুদাম ও একটি বাড়ির ৩টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কোনাবাড়ি আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আগুন নেভাতে গিয়ে এক যুবক আহত হয়েছে। আহত যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর জাকারিয়া খান জানান, দুপুরে কোনাবাড়ি আমবাগ এলাকার আবদুল হান্নানের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তের মধ্যে পাশে থাকা আরও একটি ঝুট গুদাম এবং বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোনাবাড়ি ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
অগ্নিকাণ্ডে আবদুল হান্নানের ২টি ঝুট গুদাম ও পাশের ৩টি বসতঘর পুড়ে গেছে বলে জানান জাকারিয়া খান।