Logo
Logo
×

সারাদেশ

মহম্মদপুরে স্কুলের মাঠে সভাপতির পাটকাঠি পুড়িয়ে ধ্বংস

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ০৬:২৮ পিএম

মহম্মদপুরে স্কুলের মাঠে সভাপতির পাটকাঠি পুড়িয়ে ধ্বংস

মহম্মদপুরে স্কুলের মাঠে সভাপতির পাটকাঠি পুড়িয়ে ধ্বংস করলেন ভ্রাম্যমাণ আদালত

মাগুরার মহম্মদপুর উপজেলার চরবড়রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাটকাঠির স্তূপ আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমউদ্দিন পাটকাঠির স্তূপ পুড়িয়ে ধ্বংস করেন।
 
ভ্রাম্যমাণ আদালত ও প্রধান শিক্ষক সূত্রে জানা যায়, চরবড়রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই বিদ্যালয়ের সভাপতি পান্নু বিশ্বাস পাটকাঠির স্তূপ তৈরি করেন। তার দেখাদেখি এলাকাবাসীও সেখানে পাটকাঠির স্তূপ তৈরি করতে থাকেন। নিষেধ করা সত্ত্বেও তারা মাঠে পাটের আশ ছড়ানোসহ পাটকাঠি বোঝাই করতে থাকেন।
 
মো. নাজিমউদ্দিন জানান, পাটকাঠির স্তূপ তৈরির কারণে বিদ্যালয়ের চারপাশে পাট পঁচানোর দুর্গন্ধ ছড়াতে থাকে এবং প্রাত্যহিক সমাবেশসহ শিক্ষার্থীদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম