কুমিল্লায় অধ্যাপক মোজাফফর আহমদের তৃতীয় জানাজা সম্পন্ন
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ০৪:০১ এএম
কুমিল্লায় ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের জানাজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, দেশের প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ ও ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের (৯৮) তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার সকাল ১০টায় কুমিল্লার টাউন হল ময়দানে তার জানাজা হয়। এর পর বাদ জোহর তার মরদেহ নিজ জন্মভূমি কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এ সময় জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও ন্যাপ কেন্দ্রীয় নেতাসহ স্থানীয়রা।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মারা যান অধ্যাপক মোজাফফর আহমদ। তার বয়স হয়েছিল ৯৮ বছর।
তার মরদেহ রাখা হয় হিমাগারে। শনিবার বেলা ১১টায় সংসদ ভবনের টানেলে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সহকারী সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।