Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে নিখোঁজের পর পানির ট্যাংকে মিলল সিএন্ডএফ কর্মীর লাশ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ০২:০১ এএম

চট্টগ্রামে নিখোঁজের পর পানির ট্যাংকে মিলল সিএন্ডএফ কর্মীর লাশ

চট্টগ্রামে নিখোঁজের তিন দিন পর একটি বাড়ির ছাদের পরিত্যাক্ত পানির ট্যাংক থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নগরীর চকবাজার থানাধীন ডিসি রোডের আবু কলোনির একটি দ্বিতল ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তরুণের নাম সাখাওয়াত হোসেন ফাহিম (২২)। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন বলিরহাট এলাকার আবুল কালামের ছেলে। ফাহিম বন্দরের একটি সিএন্ডএফ এজেন্সিতে চাকরি করতেন।

সাখাওয়াত হোসেন ফাহিম থাকতেন চকবাজার আবু কলোনির চাচার বাসায়। ওই বাসার পাশের একটি ভবনের ছাদ থেকেই ফাহিমের লাশ উদ্ধার করা হয়।

চকবাজার থানার ওসি মো. নিজাম উদ্দিন যুগান্তরকে জানান, গত ২০ আগস্ট চাকরিতে যাওয়ার উদ্দেশ্যে ফাহিম চাচার বাসা থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা বৃহস্পতিবার চকবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন।

শুক্রবার দুপুরে ফাহিমের চাচার বাসার পার্শ্ববর্তী দোতলা ভবনের ছাদের পরিত্যাক্ত পানির ট্যাংক থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বাড়ির লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ট্যাংকের ভেতর ফাহিমের লাশ দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
   
ওসি আরও জানান, ফাহিমের বাড়ি চান্দগাঁও থানাধীন বলিরহাট এলাকায় হলেও চাকরির স্থলে আসা-যাওয়ার সুবিধার্থে চাচার বাসায় থাকতেন। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার পর পরিত্যাক্ত ওই ট্যাংকের ভেতর লাশ ফেলে যাওয়া হয় বলে আমাদের ধারণা।

তাকে কারা কি কারণে হত্যা করছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

তবে পরিবারের একটি সূত্র জানিয়েছে, ফাহিমসহ কয়েকজন বন্ধু মিলে কিছুদিন আগে নগরীতে কয়েক গণ্ডা জমি কিনেন। ওই জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ কারণে ফাহিম খুন হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান পরিবারের লোকজন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম