Logo
Logo
×

সারাদেশ

বিদ্যালয়ের ভবন নির্মাণে বাধা, কারাগারে যুবলীগ নেতা

Icon

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ১০:১৮ পিএম

বিদ্যালয়ের ভবন নির্মাণে বাধা, কারাগারে যুবলীগ নেতা

যশোরের কেশবপুরের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে বাধা, ঠিকাদার ও শ্রমিকদের মারপিটের অভিযোগে যুবলীগের এক নেতাসহ দুইজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানূর রহমান মঙ্গলবার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমি নিয়ে কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই জমি নিজেদের দাবি করে তৌহিদুর রহমান বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের সময় সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মরত মিস্ত্রিদের মারপিট করে কাজ বন্ধ করে দেয়।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস পারভিন উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানূর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রামচন্দ্রপুর গ্রামের তৌহিদুর রহমান (৩২) ও তাজাম্মুল ইসলামকে ২ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম