Logo
Logo
×

সারাদেশ

নড়াইলে ইয়াবাসহ আটক ১

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ০৩:৪০ পিএম

নড়াইলে ইয়াবাসহ আটক ১

নড়াইলে ইয়াবাসহ আটক ১। ছবি-যুগান্তর

 

নড়াইলে আমিনুর মোল্যা নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে লোহাগড়া উপজেলার দুর্গম মঙ্গলপুর এলাকায় ইয়াবা বিক্রির সময় আমিনুর মোল্যাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়। 

এ সময় আরেক ইয়াবা বিক্রেতা আমিনুরের ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে সংবাদ সম্মেলনে বলেন, দুর্গম এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম