Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে জুতার তলায় ইয়াবা!

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ০৮:৫০ পিএম

চট্টগ্রামে জুতার তলায় ইয়াবা!

জুতার তলায় করে ইয়াবা নিয়ে আসার সময় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে শামসুল আলম (৩৩)  নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরে তার দেয়া তথ্যে টেকনাফ উপজেলার কচ্চবনিয়া এলাকার মো. ভুট্টুর ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. পারভেজকে (২০) গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ৯৮৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার তাদের গ্রেফতারের বিষয়টি জানায় কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রোববার রাতে বিআরটিসি মোড়ে কদমতলী ফ্লাইওভারের উপর একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করার সময় যাত্রী শামসুল আলম অসংলগ্ন কথাবার্তা বলেন। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জুতার তলায় ইয়াবা লুকানো আছে বলে স্বীকার করে।

পরে শামসুল আলম নিজেই জুতার তলা ছিঁড়ে ইয়াবাগুলো বের করে দেন। ইয়াবাগুলো নিউমার্কেট এলাকায় পারভেজের কাছ থেকে সংগ্রহ করে হালিশহর ফকিরাগলি এলাকার মো. রাশেদের কাছে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

পরে শামসুল আলমের মাধ্যমে পারভেজের সঙ্গে যোগাযোগ করে তাকে গ্রেফতার করা হয়। জড়িত সবার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম