Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জ মহাসড়কে ১৪ কিমি যানজট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ০৪:০৬ এএম

সিরাজগঞ্জ মহাসড়কে ১৪ কিমি যানজট

যানজট। ফাইল ছবি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১৪ কিমি পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

সোমবার সন্ধ্যার পর থেকেই এ মহাসড়কে থেমে থেমে যানজট দেখা দেয়। তবে রাত ১১টার দিকে থেকে এ যানজটের তীব্রতা বাড়তে থাকে। 

এ কারণে মুলিবাড়ী বাইপাস ও নলকা বাইপাস দিয়ে শত শত যানবাহন সিরাজগঞ্জ শহরে প্রবেশ করছে এবং এই পথ দিয়েই যাতায়াত করছে। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর থেকেই মহাসড়কে কিছুটা যানজট ছিল। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের তীব্রতাও বাড়তে থাকে। 

এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, রাতে মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম