Logo
Logo
×

সারাদেশ

শাহ আমানতে যাত্রীর মোজার ভেতর ৮টি স্বর্ণের বার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ১২:৫১ পিএম

শাহ আমানতে যাত্রীর মোজার ভেতর ৮টি স্বর্ণের বার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কট ফেরত এক যাত্রীর মোজার ভেতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিমানবন্দরে কর্মরত কাস্টম কর্মকর্তারা এ সব স্বর্ণ উদ্ধার করেন।

এ ঘটনায় ওই যাত্রীসহ দুইজনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার শাহিনুর রহমান পাভেল জানান, রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে ওই যাত্রী সকাল ১০টার দিকে মাস্কট থেকে বিমানবন্দরে আসেন।সন্দেহজনক গতিবিধির কারণে তাকে চ্যালেঞ্জ করেন কাস্টম কর্মকর্তারা।

একপর্যায়ে তার জুতার মোজার ভেতর থেকে চারটি করে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার ওজন ৯৩২ গ্রাম।বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

এ সময় ওই যাত্রীর কাছে থাকা স্যামসাং ব্র্যান্ডের তিনটি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়।

শাহিনুর বলেন,`জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যাত্রী স্বীকার করেন- বারগুলো বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ এক ব্যক্তির হাতে তার তুলে দেয়ার কথা ছিল।এই তথ্য পেয়ে ফোন করে কৌশলে অপেক্ষমাণ ব্যক্তিটিকে ডেকে এনে আটক করা হয়।’

দুইজনকে আটকের কথা স্বীকার করলেও তাদের নাম জানাতে পারেননি কাস্টম কর্মকর্তা শাহিনুর। তবে জানান,এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হচ্ছে। আটক দু'জনকে থানায় সোপর্দ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম