Logo
Logo
×

সারাদেশ

১২ ঘণ্টা পর ছোট যমুনায় মিলল নিখোঁজ ছাত্রীর লাশ

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ০৯:৪৫ এএম

১২ ঘণ্টা পর ছোট যমুনায় মিলল নিখোঁজ ছাত্রীর লাশ

জয়পুরহাটে স্কুলছাত্রী রিতু পাল। ছবি: যুগান্তর

জয়পুরহাট শহর থেকে নিখোঁজের ১২ ঘণ্টা পর ছোট যমুনা নদী থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রিতু পাল (১১)।

সোমবার রাত ১০টার দিকে পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর তীরসংলগ্ন শ্মশানঘাট এলাকা ওই মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রিতু পাল জয়পুরহাট শহরের সবুজ নগর এলাকার বিশ্বজিৎ পালের মেয়ে এবং জয়পুরহাট শহরের সদর উপজেলা (নার্সারি) উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

জয়পুরহাট থানার ওসি মো. মমিনুল হক ও পাঁচবিবি থানার ওসি মো. মনসুর রহমান জানান, প্রতিদিনের মতো রিতু সোমবার স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সকাল ৯টার দিকে বাসা থেকে স্কুলব্যাগ নিয়ে যথারীতি বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। 

অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়া গেলে রিতুর বাবা জয়পুরহাট সদর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন।

পরে ওই দিনই রাত ১০টার দিকে জয়পুরহাট শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর তীরসংলগ্ন শ্মশানঘাট এলাকায় মেয়েটির ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। 

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতেই সেখানে গিয়ে রিতুর স্বজনরা মরদেহটি রিতুর বলে শনাক্ত করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রিতুর মৃত্যুরহস্য বা কারণ সম্পর্কে কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম