টঙ্গীতে এমএলএম কোম্পানিতে র্যাবের অভিযান, আটক ৩২
ঢাকা (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০১৯, ০৪:৫৪ এএম
ছবি: যুগান্তর
গাজীপুরের টঙ্গীতে লাইফওয়ে নামক একটি এমএলএম কোম্পানিতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় প্রতারণা করে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ৩২ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা রোডের ওই কোম্পানিতে অভিযান চালানো হয়।
র্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধুমিতা এলাকায় দীর্ঘদিন ধরে লাইফওয়ে নামক এমএলএম কোম্পানির কর্মকর্তারা এলাকার সাধারণ মানুষকে অধিক লাভের প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করে আসছিলেন।
খবর পেয়ে র্যাবের আভিযানিক দলটি বেলা সাড়ে ১১টার দিকে ওই অফিসে অভিযান পরিচালনা করে। এ সময় অফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির হায়দারসহ ৩২ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে।
এ অভিযানের বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে জানানো হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।